প্রেম অপ্রেমে
পৃথিবীতে একমাত্র ভালবাসা হিসেব কষে হয় না।
যা হিসেব কষে হয় তা লেনদেন।
বিশ্বাস দুটোতেই প্রয়োজন হয়।
লেনদেনে বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা হয়না।
অমৃতের প্রেমিক-তো নিজের হত্যা-করিকেও
ক্ষমা করে দেয়।
কপালের ঘাম মুছিয়ে দেয় খড়গ হাতে জল্লাদেরো।
কারণ প্রেমে কারও মৃত্যু হয়না।অপ্রেমে সবাই মৃত।