শ্যাওলার প্রলেপ
একটা ঘাসফড়িঙ রাতে মাথা কুটছিল
আমার জানালায় শীতে জড়সর
শার্শিটা খুলে দিতেই উড়ে এল বুকেতে
তাকে খুব যতনে কুসুম উষ্ণতা দিয়েছি ।
শুনিয়েছি ঘুমপাড়ানি গান অথচ সে বিক্ষত করলো
পেলব আঙ্গুল,
রক্তাক্ত করলো হৃদয় ।
এভাবেই শুরু হয় ভাঙ্গন,ভুল সুরে গান গাওয়া
নষ্ট জ্যোৎস্নায় স্বপ্ন বোনা;
হীম হীম কুয়াশায় ঢাকা পড়ে উষ্ণতা
তোমার আস্তিনে গোটানো ভালবাসায় শ্যাওলার প্রলেপ
আমার তো আঁচলের গেড়োই বজ্রআঁটুনি ...।
Tags:
কবিতা