সৌরভ দত্ত



সাম্রাজ্য 

তোমার সাম্রাজ্য চাই
তাই তোমার গুদামে অস্ত্র,
তোমার রাজত্ব চাই
তাই তোমার চাই বিষ্ফোরন,
তোমার বশ্যতা চাই
তাই হাতের মুঠোয় চাই বাজারের দখল...
সাঁজোয়া গাড়ি নেই, নেই সৈন্যদল,
আছে আঙুলের নীচে বোতাম,
আকাশে ওড়া বিমান তোমার আঙুলের কথা শোনে,
সীমান্ত ধরে হেঁটে বেড়াও তুমি,
খুঁজে নাও সংঘর্ষের অনু-পরমানু...
আমার একাদশী কন্যা অনেকটা তোমার মত,
কিন্তু তোমার বিপরীতে,
সে তার গড়ে তোলা সাম্রাজ্যে ছড়ায় রঙের বাহার,
পাখির ডাক দিয়ে সে ভাঙায় ভোরের ঘুম,
তুমি শ্মশান আঁকো,
সে আঁকে গুলবাগিচা,
তুমি আকাশে ছড়াও বারুদের রং
ও ছড়ায় রামধনু,
তোমার ছবিতে যখন ফুটে ওঠে ধ্বংসস্তুপ,
ওর ছবিতে ঠিক তখনই মেলতে শুরু করে শঙ্খচিলের ডানা,
আমি এখন রোজ দেখি তোমার আর ওর অসম যুদ্ধের খেলা-
আমার একাদশী মেয়ে তোমার রক্ত চোখ তাক করে
ছুঁড়ে দেয় বাঁশির সুর,
তুমি আঘাত কর জনপদে, জীবিকায়,
ওর লক্ষ্য শুধুই তোমার মগজ,
তোমার অস্বস্থি বাড়িয়ে ও তোমায় আঘাত করে মিয়া মল্লারের ঝঙ্কার দিয়ে,
তোমার বিভ্রান্ত মস্তিষ্কের আর্তনাদ শুনে হাসতে থাকে আত্মজা...
আমি রোজ ঘুমোতে যাই ওর হাসি মুখ দেখে...




Previous Post Next Post