x

প্রকাশিত | ৯২ তম মিছিল

মূল্যায়ন অর্থাৎ ইংরেজিতে গালভরে আমরা যাকে বলি ইভ্যালুয়েশন।

মানব জীবনের প্রতিটি স্তরেই এই শব্দটি অবিচ্ছেদ্য এবং তার চলমান প্রক্রিয়া। আমরা জানি পাঠক্রম বা সমাজ প্রবাহিত শিক্ষা দীক্ষার মধ্য দিয়েই প্রতিটি মানুষের মধ্যেই গঠিত হতে থাকে বহুবিদ গুন, মেধা, বোধ বুদ্ধি, ব্যবহার, কর্মদক্ষতা ইত্যাদি। এর সামগ্রিক বিশ্লেষণ বা পর্যালোচনা থেকেই এক মানুষ অপর মানুষের প্রতি যে সিদ্ধান্তে বা বিশ্বাসে উপনীত হয়, তাই মূল্যায়ন।

স্বাভাবিক ভাবে, মানব জীবনে মূল্যায়নের এর প্রভাব অনস্বীকার্য। একে উপহাস, অবহেলা, বিদ্রুপ করা অর্থই - বিপরীত মানুষের ন্যায় নীতি কর্তব্য - কর্ম কে উপেক্ষা করা বা অবমূল্যায়ন করা। যা ভয়ঙ্কর। এবং এটাই ঘটেই চলেছে -

চলুন মিছিলে 🔴

সোমবার, আগস্ট ১৫, ২০১৬

বৈশাখী রায় চৌধুরী

sobdermichil | আগস্ট ১৫, ২০১৬ | | মিছিলে স্বাগত
boishakhi


ফিরে আসছি দীর্ঘ পয়ত্রিশ বছরের অধ্যায়ের শেষে। হ্যাঁ সেই ডুবে যাওয়া ঠিকানার খোঁজে। যেখানে চিলেকোঠার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকবে ভাঙাচোরা সস্তা শৈশব। যৌবন মাঙ্গলিক হয়ে অপেক্ষা করবে তুলসীতলায় স্থবির সন্ধ্যার নীচে। হয়তো কতগুলো বসন্ত নির্জন হয়ে আসা স্মৃতির নীচে দাঁড়িয়ে থাকবে আজও শুধু আমি ফিরবো বলে। 

বিকালের মেটে আলোয় আমাদের সেই পরাজিত বন্দর। জানি প্রতিশ্রুতির কোনো প্রতিধ্বনি হয় না তবুও ফিরে আসি হয়তো ভুলে যাওয়াটুকু দেখার লোভেই। 

ফিরে যাওয়ার আলপথে ঘাস জন্মায় সহজেই আর সবুজের নীচেই শুয়ে থাকে আমার পয়ত্রিশ বছরের পড়ে ফেলা কবিতারা। '' আমাকে আবার একলা রেখে চলে যাবে নীলাঞ্জনা? '' সেই চেনা গলা।

কবিতারা খুব পুরনো হয়ে উঠলে তাতে আমাদের চেনা বসতবাড়ির গন্ধ পাওয়া যায়। সব কবিতা না পড়ে ফেলায় ভালো কেননা কবিতার লোভে আরও একবার হাসতে হাসতে জাতিস্মর জন্ম খুঁজে নেওয়া যায়।
Comments
0 Comments

-

সুচিন্তিত মতামত দিন

�� পাঠক পড়ছেন

 

এই ব্লগটি সন্ধান করুন

■ শব্দের মিছিলের সর্বশেষ আপডেট পেতে, ফেসবুক পেজটি লাইক করুন।
সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ | আহ্বায়ক : দেবজিত সাহা
Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.