আসমা অধরা

asma

বিনাশ কারুকাজ

পাতন প্রক্রিয়ায় ঘন আবেগ ছেকে নিলে
অনেক সময় নীচের পাত্র বেমালুম ফাঁকা পরিলক্ষিত হয়।

ভালবাসা পাস্তুরিত হয়ে যাবার পর
কিছু দানাদার লবন পাওয়া যায়।
যা অশ্রুগ্রন্হিতে রোধক হিসেবে কার্যকর।

এ নগরে হরপ্পার ছায়া তীব্র, আচম্বিত শকুন চিত্‍কার
ভীত হয় খনি শ্রমিক মৃত্যু উত্‍কন্ঠায়।

হৃদয়পুরের বিচ্ছিন্ন দেয়ালে খুব টেরাকোটার কাজ চলছে,
সদ্য অস্থি -মাংশ-চামড়ার জীবাশ্ম উপকরন।

খুঁড়তে খুঁড়তে এক শতাব্দী বিজ্ঞানী ক্লান্ত
খুঁজে পায়না কাংঙ্খিত টংকার ধ্বনি।





Previous Post Next Post