বৃষ্টিকে ডাকো
কতদিন মাছের আঁশের পোড়া গন্ধ শুঁকবে!
দিনের শেষে সাপের বিন বাজিয়েদের হাতে তালে তালে নাচবে!
পাহাড়ী ফুলের ধৈর্যের রেশে সাইকেল চালাবে
আর নয়
আকাশ টা এবার ভাঙল বলে
রাস্তার কীর্ত্তনীয়া এবার নরসিংহঅবতার
শুনতে পাচ্ছো ?মেঘ ডাকার আগে ত্রিশূলের রাশি !
খই ছড়াতে ছড়াতে ক্লান্ত লক্ষীপ্রতিমা!
বেশ্যা ভুলে গেছে ব্যাভিচারের সংজ্ঞা!
স্মার্ট ফোনে ইংলিশ মিডিয়াম স্কুলের বেবি ডান্সের গোপন স্ক্যান্ডাল
অফিশে কলিগ, নীচু কর্মচারী ধর্ষন, খুন! ভোটের অপপ্রচার নেতাদের গিরগিটি নারদা সারদা !
হাসপাতালে নার্স রেপ, শিক্ষিকা শ্লীলতাহানি মিডিয়ার চিৎকার ৩৫ বছরে কি পেলাম?
অবমাননা,
খালি রক্তের বোতল ,ভেজাল ওষুধ!
বর্ষাকে ডাকো!
চোখ মুখ পুড়ে যাচ্ছে ?
ভাতের শর্করা কীটনাশক
ভেন্ডি ,বেগুন, পটল, তুঁতে প্রোটিন
লস্যি ,ফুচকাতে টপ করে পড়া ঘাম সর্দি
দক্ষিন কলকাতার লাথালাথি ,মারামারি কপাল ফাটানো নাচকঁাপুনি ট্রেন
শিয়ালদহ র মনুষ্যমূত্র পর্টি মাখানো সুগন্ধী পাবলিক বাথরুম
শহর জ্বলছে?
একটু জল দাও মেঘ!
ছাগল বানর বাঘ এক ঘঁাটে স্নানরত ,নির্বোধ‘, অবুঝ ,বাঁচাতে ভয় , চোখে জল!
টিকটিকি আর সত্যি বলেনা ?আরশোলার পায়ে ঘা!
বেড়ালের বাচ্চা ডাকে না মাকে!
নিরিবিলি জোনাকি ভুলে গেছে জ্বলতে!
ডায়নামোতে আর স্নিগ্ধ শিশির আদর করে না!
পাড়ার দাদার বাইক টা ভোটের ভাড়ায় হলদিয়া থেকে নন্দীগ্রাম, কাকদ্বীপ থেকে কামদুনি ,বালীগঞ্জ থেকে লেক টাউন, হাওড়া থেকে বর্ধমান লুডো খেলছে ছক্কার দৌড়ে!
মোমবাতি জ্বললেই ছুটে যাই নীতাদির বাড়ি!
ঠিক আছে তো সর্টকার্টের মামনীরা!
রঞ্জনদার চোখ পা কেঁপে ওঠে আইটি সেক্টর, কল সেন্টারের তেত্রিশ বয়শী মধ্য নিম্ন খোলা মশারী পরিহিত মহিলা বশের বাথরুম অত্যাচারের তাপটে!
বাইশ বছরের সদ্য মেধাবী গ্রামের যুবক শহরে গিয়ে
হায়!বৃষ্টি তুমি কোথায়
একবিন্দু অমৃত তরবারি হয়ে ঝলসে উঠো
বজ্রসম কৃষ্ণচক্রের প্রতিবাদ
দ্রৌপদীর কর্ণ ইচ্ছা
সুভদ্রা হরণ
জরাসন্ধ বধ
বালিবধ
বা ছলনায় না হয়
ভীষ্ম বধ করতে নপুংসকসাজে
তবু এসো, বাঁচাও , উলঙ্গ নির্লজ্জ পরশ্রীকাতর দাম্ভিক হৃদয়হীন সমাজকে
নিষ্পাপ সবুজকে
বাঙলার সুস্থ ঐতিহ্যকে
নবজাতক শিশুর মনখোলা কান্নাকে
গর্ভবতী রমণীর স্বপ্নকে
সৃস্টির সফলতাকে, উদ্যমকে ,দেশকে, লালমাটির রাঙা সিঁদুরেমাখা সংসারকে
প্রকল্পের বীমা কে রেশনের সুদ্ধ চাল ছিয়াত্তরের মন্বন্তরের বিশুদ্ধ ঘি, ডাল, আতপ চাল, কীটনাশক মুক্ত পুইশাকের গোড়া কে?
বৃষ্টি আসবে তো?
অসাধারন ..চলুক লেখনি
উত্তর দিনমুছুনখুব সুন্দর লাগলো, ,,,,লেখা টা ।
উত্তর দিনমুছুনখুব সুন্দর লাগলো, ,,,,লেখা টা ।
উত্তর দিনমুছুনখুব সুন্দর লাগলো, ,,,,লেখা টা ।
উত্তর দিনমুছুন