" বায়োগ্রাফি "
সোমবার, আগস্ট ১৫, ২০১৬
অনু সঞ্জনা সোম ঘোষ
sobdermichil | আগস্ট ১৫, ২০১৬ |
গদ্য কবিতা
| মিছিলে স্বাগত
" বায়োগ্রাফি "
সমস্ত শহর নিঃশ্বাসে জড়িয়ে এলে আমি রাত লিখি পাতাদের শরীরে। শিরা বেয়ে বেয়ে উঠে আসে ভাঙনের গান। ঘুমন্ত শরীরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে নিদ্রাহীন কালো রাত। ব্যর্থতার রং ওড়ে আত্মকথনে।
শেষবাতি নেমে এলে শুনশান বন্দরও। বাঁধ ভাঙার কান্না ভাসে ঢেউএ। রূপালী আলোয় ভিজে ওঠে চোখ। আর ফসিলের গায়ে গান বাধেঁ স্বরলিপি। ডাক টিকিটে তুলে রাখি যত মনখারাপের রং।
ওপাশে দেওয়াল জুড়ে গাছ আঁকো তুমি।আমি শিকড়ে শিকড়ে ভরিয়ে দি চেনা সুরের মেলা। নদী বুঝে নেয় তার অরণ্যকথা। বৃষ্টি ধারায় ভিজে যাওয়ার আগে খুব মনে করেছি তোমায়। তুমি যেগুলোকে আঁচড় ভাবো আসলে সেগুলি ভালো লাগা প্রিয় রাত কথা। শ্রাবণ, চোখের গভীরে থাকা। এভাবেও কি ফিরে আসা যায় নাকি ! এই টুকুই তো কেবল আমার, আপন করে পাওয়া। ঘুম শরীরে জেগে থাকা আত্মকথা। তুমি তো জানোনা সিসমোগ্রাফ মেপে নিচ্ছে সমীকরণে সব ব্যর্থতা। আমার সমস্ত জিওগ্রাফী জুড়েই কেবল তোমার সম্মোহন আঁকা।

