তোমাকে খু্ঁজছি
হ্যাঁ আমি তোমাকেই খুঁজছি -
একটা শব্দের মধ্যে খুঁজছি তোমায়,
বেরঙিন সাদা কালো ইতিহাসের পাতায় খু্ঁজছি তোমায়।
খুঁজছি তোমায় এই মাঠ ঘাট প্রান্তরে
আমার শহর ফলাও করে লিখেছে সব তোমার কথা
কাল রাস্তায় কোন ভীড় থাকবে না
আমার টোটো নিয়ে টোটো স্ট্যান্ডে খুঁজব তোমায়
কাল হয়ত রাস্তায় কারও জুতো ছিঁড়বে না, ফাঁকা রাস্তায় ঘুরে ঘুরে আমি খুঁজব তোমায়
কাল শীত তাপ নিয়ন্ত্রীত রেষ্টুরেন্টে
দামী দামী খাবারের মধ্যে লুকিয়ে থাকবে তুমি
আমার ইচ্ছে হবে -
ইচ্ছে হবে খুব তোমায় টেনে হিঁছড়ে বের করে আনার,
প্রতিবারের মত আবারও আমি ব্যার্থ হব
শূন্য কফি কাপে, ফাঁকা প্লেটে খুঁজব তোমায়
একটা শব্দের মধ্যে খুঁজব তোমায়
এক সময় খুঁজতে খুঁজতে ক্লান্ত হব-
সন্ধ্যার বাতিগুলো উজ্জ্বল হতে থাকলে
আমার রাত আরও গভীর হবে,
তার পর খু্ঁজতে খুজতে একসময়
কোন এক রাস্তার মোড়ে ঘাড় নুইয়ে দেব আমি।