অমলেন্দু বিশ্বাস



একদিন নক্ষত্র হব 

একদিন তুমি আসবে-
এই গঙ্গার ঘাটে,
খোলা হাওয়ায় সবুজে সবুজে এই স্বপ্নবীথিতে
একদিন কথা হবে -
একদিন হবে না
একদিন অভিমানের তামাটে রঙে
ভিজিয়ে দেব সারা বিকেল।

একদিন এই রূপলী নগরীর বুকে
মৃদু মৃদু বাতাসে ভালোবাসার গন্ধ ছড়ালে
মরণের শেষ চুম্বনে -
বিষিয়ে নেব একে অন্যের শরীর
একদিন ভালোবাসার নামে -
নীল পদ্ম ফোটাব আমরা
একদিন হব আমরা স্হবির।

তারপর একদিন ঠোঁট বেয়ে নেমে এসে নিজস্বতা
আমাদের হৃদয়ের নদী পথে মিশে যাবে,
অন্তরের ধারাপাত গুনে গুনে তারপর একদিন -
মুক্তিবেগ নিয়ে ছুটে যাব মহাকাশের বুকে
হাজার নীহারিকার পথ ধরে হেঁটে হেঁটে
তারপর একদিন নক্ষত্র হব আমরা।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.