অনাগত ভবিষ্যৎ ধুলোয় মাখামাখি
বদ্ধ তালায় মাথাকুটে খাচ্ছ গড়াগড়ি
আহ! মরি! মরি! নিষ্ক্রিয় একগুচ্ছ চাবি
মনের হাপরে সব কিছু বিষণ্ণতায় একাকার
‘সিম সিম খোল যা’ যাদুকরী ফ্যান্টাসিতে
খুলছে না আর নীলভোমরার লৌহ সিন্দুক!
এভাবেই কি অনিশ্চয়তার কারাগারে বন্দী
বিবর্ণ জীবনের একমাত্র উত্তরাধিকার!
বাণীবদ্ধ কথামালা আর চির চেনা দেয়াল
নিষ্কণ্টক জীবনকে অযথাই করেছে পথভ্রষ্ট
ডাক টিকিটবিহীন বিয়ারিং চিঠির মত
বাড়ানো হাতের উপেক্ষায় নিরুদ্দেশ হল প্রেম!
রাজপথ, গলি, কানাগলিতে নোঙ্গর নিষিদ্ধ
সব যায়! অলস দুপুর! লোভাতুর চোখ!
আরেকটি শিশুরাতের আগমনী ঘণ্টা বাজিয়ে
একটি বৃদ্ধ রাত দিনব্যাপী সূর্যালোক দেয় পাড়ি।
কি বিচিত্র! সূর্যের মত সর্বত্র হাসি হাসি মুখ
কারও গভীরে নেই সুখ! তবুও কুড়ায় উল্লাস
ভাস্কর্যের পাথর চোখে আনন্দের ছটা!
নাকি দণ্ডায়মান ক্লান্তিতে বিদ্রূপের হাসি
অপরাহ্ণের আগেই ধুসর সব প্রান্তর
অনাগত ভবিষ্যৎ ধুলোয় মাখামাখি।