ভারত
শস্য ভরা মাঠ,
ধূলো মাখা মাটি ।
নীলাকাশের নীচে সুন্দর,
শীতল কলকল জল নদী ।
বসুধা পরিপূর্ণ এ ভারত,
পাহাড়, পর্বত, মরু, সমুদ্রে ।
কত স্থাপত্য, উপাচার কত,
গীর্জা, গুম্ফায়, মন্দির, মসজিদে ।
সেই প্রাচীন বৈদিক রীতি,
ঋষি সামগান মন্ত্রোচ্চারণ ।
সেই আভিজাত্য ,ঐতিহ্য ,
সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ ।
ইতিহাস এখানে ফিরেছে বারে বারে -
রাজা রাজত্বের দাপটে ।
শাসন, শোষণে দেশ তখন -
দরিদ্র, অশিক্ষা, গ্লানি, জড়ত্বে ।
বিপ্লবীর আত্মত্যাগ তখনই,
রক্ত ঝরানো স্বাধীনতার কামনায় ।
মুক্তির আনন্দ পনেরো আগস্ট,
প্রতিরূপ পতাকায় ।
এই ভারত পবিত্র গর্বের,
ত্যাগ, অহিংসার ।
যেখানে জাতি, ভাষা,ধর্ম,
মিলেমিশে একাকার ।
Tags:
কবিতা