একটি কেমিস্ট্রির ছাত্রের কবিতা
ঘুমানো শরীরের নিঃশব্দ জামায় রেখে দিই
সর্বস্ব হারানোর কামনা পাশাপাশি গুনচিহ্ন শুইয়ে
তবু ..
ফাঁরাক থাকে দম নেওয়ার আগে পরে বায়ু প্রবল
দূরত্বে মুখ ঢাকে তারপর গোটানো চাদরে ফ্যাকাসে মন
আবার যে যার জায়গায় হয়তো অর্থনৈতিক টানে
ঋতু বদল মাঠের কাজ শেষে হাটের কাছে গান
বাউল সুরে আমি কোথায় পাবো তারে...
বিশ্বাস করো কোন কেমিস্ট্রি নেই তাতে
বিজ্ঞানের ছাত্রটি সারাজীবন এটাই চেয়েছিল...