তন্দ্রা মন্ডল

tandra

ওগো আকাশ

ওগো আকাশ,আমি মেঘ হতে চাই
তোমাকে ছোঁয়ার জন্য,
বাতাস হয়ে আলতো হাতে
ছুঁয়ে যাই জনারণ্য।

ওগো আকাশ, আমি বৃষ্টি হয়ে
ভেজাই ভূমিপৃষ্ট,
তোমার বুকে চাঁদ হয়ে করি
সবারে আকৃষ্ট।

ওগো আকাশ, আমি সূর্য হয়ে
ছড়ায় আলোর বন্যা,
রামধনু হয়ে জড়ায় তোমায়
সাতটি রঙের ওড়না।

ওগো আকাশ, আমি ফুল হয়ে শুনি
ভ্রমরের গুঞ্জন,
শিশির বিন্দু হয়ে করি
দুর্বার মানভঞ্জন।

ওগো আকাশ, আমি মাটি হয়ে গড়ি
পৃথিবীর সংসার,
দিগন্তে দেখো তোমার সাথে
মিলেমিশে একাকার ।।


Previous Post Next Post