সুমনা পাল ভট্টাচার্য্য

sumana

রূপসা'রা থাকে যদি

ধরে নাও, নাম তার রূপসা
ছিপছিপে এক নদী
সারাদিন মুখ ভার
বৃষ্টি না হয় যদি।

সারি সারি ভেজা জামা
মেলার জায়গা নেই
রূপসা তবুও খুশি
মেঘ করল যেই।

সুরেলা রাত দিন
সকলের আদরে
রাতের রূপকথা
ঠাকুমার চাদরে।

চোখজোড়া শুধু স্বপ্ন
মনটা সমুদ্দুর
ভালবাসতে শিখেছে
আকাশ যত দূর।

কারোর কষ্ট হলেই
রূপসা আগেই কাঁদে
জয়ে বা পরাজয়ে
ছুট্টে এক ছাদে।

সময়ের ডিঙি বেয়ে
রূপসা এখন ষোলো
অকারণে মন উদাস
কারণ জানলে বোলো!

সেদিনও তুমুল বৃষ্টি
রূপসা ভেজা সবুজ
যৌবন জ্বালা শিরায়
ভালবাসা বড় অবুঝ।

চারটে বাড়ি পরে
টাটকা যুবক ছেলে
ডুব দেওয়া প্রেম গভীর
বেঁচে যায় যেন পেলে!

বাবার দেওয়া বোধ
মা এর দেওয়া যতন
বিশ্বাস করতে শেখায়
প্রেম অমূল্য রতন।

রূপসা শুধুই জানে
অদেয় কিছুই নেই
ভালবেসেছে মানেই
সবকিছু শুধু সেই।

আজ আবার বৃষ্টি
সারাদিন সারাক্ষণ
রূপসা ভেজেনি আজ
তবে কি মন কেমন?

চিলেকোঠার ঘরে
শরীর বিষে হিম
চোখ আসছে বুজে
মাথার ভেতর ঝিম।

রূপসা সর্বস্বান্ত
শরীরে বাড়ন্ত ভ্রূণ
ছেলেটির আজ বিয়ে
ভালবাসা পচে ঘুণ।

চোখের সামনে ভাসে
রাজপুত্র, পক্ষীরাজ
আসবে ফিরে সে
বিশ্বাস মৃত্যূসাজ।

পাড়ার সবার ছি: ছি:
কেউ বা বলল বোকা
রূপকথা নয় বাস্তব
জ্বলন্ত বিষ - পোকা।

সবাই পারলে অঙ্ক
কে হবে তবে নদী!
প্রেম ডিঙোয় যুক্তি
রূপসা'রা থাকে যদি।।



Previous Post Next Post