পাখি আর খাচা
পাখি কী জানে খাঁচার কথা
পাখি তো উড়তে চায় ওই
সুনীল অসীম আকাশে
পাখি তো পরিযায়ী।
পাখি তো আর ঘুড়ি নয়
তুমি তাকে ওড়াবে ইচ্ছামত
খেয়াল খুশীতে।
অথচ সেই পাখিকেই খাঁচায়
পোষ মানাতে চাই
ধরে নিই তোতাপাখি হওয়াই
তার ভবিতব্য।
আজকাল প্রেমকেই সহবত
শেখাতে গিয়ে শয্যায়
তাকে হারাই, প্রেম উড়ে যায়
যেমন পাখি পরিযায়ী হতে চায়।
Tags:
অন লাইন