x

প্রকাশিত

অর্জন আর বর্জনের দ্বিধা কাটিয়ে উঠতে পারেনি বলেই মানুষ সিদ্ধান্তের নিরিখে দোলাচলে।সেখানে প্রতিবাদও ভঙ্গুর।আর যথার্থ প্রতিবাদের থেকে উঠে আসে টায়ার পোড়ার গন্ধ।আঘাত প্রত্যাঘাতের মাঝখানে জন্মদাগও মুছে যায়।সংশোধনাগার থেকে ঠিকানার দূরত্ব ভাবেনি কেউ।ভাবেনি হাজার চুরাশির মা’র প্রয়াণ কোন কঠিন বাস্তবকে পর্যায়ক্রমিক প্রহসনে রূপান্তরিত করেছে।একটা চরিত্র কত বছর বেঁচে থাকে ?কলম যাকে চরিত্রের স্বীকৃতি দেয় তেমন পোস্টমর্টমের পড়ও আরও কয়েকযুগ বাঁচিয়ে রাখতে পারে কলমই। অভয়ারণ্যেও ঘেরাটোপ! সেই আপ্তবাক্য -

“মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়” – স্বভাবতই প্রশ্ন ওঠে – প্রকৃত সারসই তাহলে উৎকৃষ্টতর।

“মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়” – স্বভাবতই প্রশ্ন ওঠে – প্রকৃত সারসই তাহলে উৎকৃষ্টতর।

ভাববার সময় এসেছে। প্রতিবাদটা কোথা থেকে আসে—বোধ ?মস্তিষ্ক ?মুঠো? না বাহুবল?

ছবিতে স্পর্শ করুন

শব্দের মিছিল

অতিথি সম্পাদনায়

বিদিশা সরকার

সোমবার, জুলাই ২৫, ২০১৬

কৌশিক গাঙ্গুলি

sobdermichil | জুলাই ২৫, ২০১৬ | | মাত্র সময় লাগবে লেখাটি পড়তে।
koushik

বহুরুপী

হে মানবতা , অহিংসার বাণী কি এই অভিশপ্ত শতাব্দির হৃদয় ছোঁয়ে না ?
এত রক্ত , লোভ আর হিংসা নিয়ে কি বারবার সময়ের ইতিহাস লিখতে হবে !
সক্রেটিস , আপনি বলতে পারেন ...
জনগণ যুগ যুগ ধরে অসচেতন কেন সাজবে ?
লজ্জা , বিবেক , ভয়হীন শয়তানদের দাপটে ঠুনকো সম্মান বাঁচাতে ভালত্বের হার ,
কোন সভ্যতা শেখায় বৃদ্ধাশ্রমের সংখ্যাবৃদ্ধির কারণ ,
কোন মানবতার বলে গণধর্ষণ হয় ? খুন করা হয় শিশুকে  ।

এত পাপের কালো ধোঁয়ায় ঢেকে যায় সমাজ –
সংস্কৃতি , আমরা অন্ধ ,বোবা , কালা ।
নপুংসক সময়ে আমরাই বহুরুপী , সুবিধাবাদী , বজ্জাত ।
তাই কাঁদে দেশ আর হৃদয় ।Comments
0 Comments
 

এই ব্লগটি সন্ধান করুন

Support : FACEBOOK PAGE.

সার্বিক অলঙ্করণে : প্রিয়দীপ ,আহ্বায়ক : দেবজিত সাহা

Website Published and © by sobdermichil.com

Proudly Hosting by google

Blogger দ্বারা পরিচালিত.