গোবিন্দ তালুকদার

gobinda

স্মৃতিকাতরতা জাগে

স্মৃতিকাতরতা বুক পকেটে
    থাবা দেয় বারবার বেরোবে বলে!
কলেজ জীবনে ফিরে যাই
তাকাই আকুলভাবে যদিও বন্ধ
কড়ির অভাবে !
আসা যাওয়ার পথে কচিৎ থমকে দাঁড়াই
আমার প্রিয় বালুরঘাট কলেজ
আর সতৃষ্ণ প্রিয় আত্রেয়ী'র বুক.....



Previous Post Next Post