ধর্মান্ধ
চোখ বন্ধ করলে,
রাতের অন্ধকারে ডুবে যাবে সব ।
বিজ্ঞান যদিও দিয়েছে আলো,
তবে আলো প্রবেশ করেনি এখনো এই নব্য যুগে ।
তাই ধর্মের নামে খসে প্রাণ ।
চোখে জল আসে মা হারা, বাপ হারা,
সন্তান হারার চোখে ।
সন্ত্রাসের কোন জাত নেই ।
নেই মন, মানবিকতা ।
আমি ভালো, আমরা ভালো এই ধর্ম যার ।
মিথ্যে তার সবকিছুই ।
ধর্ম ছড়ায় কারা?
ওই যারা মাথা ।
ওগো মহান ধার্মিক যাজক -
যদি পারো রোধ করো হিংসার অসুখ ।
কেবলই তোমরাই পারো তা দূর করতে ।
ওগো মহান নেতা যুদ্ধ নয়,
দলাদলি কোন্দল নয়,
শান্তি দাও ।
অন্নহীনে অন্ন দাও, বস্ত্রহীনে বস্ত্র ।
দাও মাথার উপর ছাদ ।
সীমান্তে হত্যা নয়,
শরণার্থী নয় ।
দাও বাঁচবার অধিকার সকলের ।
Tags:
বিশেষ পাতা