পাখি
আলজাইমারে ভুলেই গেছিলাম কিভাবে আরশিনগর ফেলে একা একা পুড়ছিলাম সার্কাসের রিং এ।
বন্দী ছিলাম এতদিন খাঁচায় তাই আবার বন্দী কিছুতেই হতে চাইনা,'প্রেম' শব্দটা নিতান্ত প্যারাডক্স।
সেই সময় হঠাৎ তুমি এসে রূপকথার মায়াজল বুনতে চাইলে
যেভাবে ফুলেরা খুশবু ছড়ায় যোজন-ক্রোশ দূর।
আমি সে সনদপত্র ফিরিয়ে দিয়ে সুখে ছিলাম নরকের জলে।
সেই সময় হঠাৎ তুমি এসে রূপকথার মায়াজল বুনতে চাইলে
যেভাবে ফুলেরা খুশবু ছড়ায় যোজন-ক্রোশ দূর।
আমি সে সনদপত্র ফিরিয়ে দিয়ে সুখে ছিলাম নরকের জলে।
খাঁচা ছেড়ে আমি তখন মুক্তমনা পাখি...আর তুমি,
তুমি এসে আমায় চেনাতে চাইলে সিমবিডিয়াম।
আমি ধুতুরায় খুশি ছিলাম,সে সাদা আমার বৈধব্যের মশাল।
তুমি এসে আমায় চেনাতে চাইলে সিমবিডিয়াম।
আমি ধুতুরায় খুশি ছিলাম,সে সাদা আমার বৈধব্যের মশাল।
কী রঙের জামা পরেছি, রোজ জানতে চাইতে আর আমি অবহেলায় হাতড়াতাম পূর্ণিমার জোৎস্না
যে আলো মেখে মায়াবী হওয়া যায়, তাচ্ছিল্যে উড়ে যেতাম আর ছায়ায় পড়ে থাকত তোমার অন্ধকার।
যে আলো মেখে মায়াবী হওয়া যায়, তাচ্ছিল্যে উড়ে যেতাম আর ছায়ায় পড়ে থাকত তোমার অন্ধকার।
বিশ্বাস করো -
কিছুতেই আমার তোমার বুকে ধরা দেওয়ার ইচ্ছা ছিলনা,
তোমার টোপে আটকা পড়ে চুমু খাওয়ারও না
অথচ তুমি চক্রাকারে বলে যেতে দেখা করার কথা।
কিছুতেই আমার তোমার বুকে ধরা দেওয়ার ইচ্ছা ছিলনা,
তোমার টোপে আটকা পড়ে চুমু খাওয়ারও না
অথচ তুমি চক্রাকারে বলে যেতে দেখা করার কথা।
এখন দেখো,
কেমন তোমার পছন্দের লাল রঙে সবসময় সাজাই নিজেকে,
তোমার সাথেই আমার লাবডুব চলে ছন্দে, অবিরাম ...
ইচ্ছা করে এখন হাত ধরে সমুদ্রের সাথে সরলরৈখিক হাঁটতে,
তোমার বুকেই সবচেয়ে নিরাপদ আশ্রয়টুকু নিতে।
কেমন তোমার পছন্দের লাল রঙে সবসময় সাজাই নিজেকে,
তোমার সাথেই আমার লাবডুব চলে ছন্দে, অবিরাম ...
ইচ্ছা করে এখন হাত ধরে সমুদ্রের সাথে সরলরৈখিক হাঁটতে,
তোমার বুকেই সবচেয়ে নিরাপদ আশ্রয়টুকু নিতে।
হ্যা, প্রেমে পড়েছি তোমার..কিন্তু কোথায় তুমি এখন?
কোথায় খুঁজে পাব ডোবার জন্য তোমার কালো চোখ?
কোথায় খুঁজে পাব ডোবার জন্য তোমার কালো চোখ?
আঃ! সেই উড়ে যাওয়া পাখিকে অক্ষরে অক্ষরে বেঁধে আবার বন্দী করে ফেললে?
দীর্ঘ কবিতার জন্য?
দীর্ঘ কবিতার জন্য?
Tags:
গদ্য কবিতা