তাসমিন আফরোজ

tasmin

বালখিল্যতা 

১।

তোকে জিজ্ঞেস করছি তোকে বালখিল্যতা
দিন রাত্রি একটাই সূর একই তুলোতে
নিষিদ্ধ খেলার ছলে অঢেল আদিমতা
এক অক্ষাংশে তোর অস্তিত্ব ব্যাকুল
একলা বেলায় ছুঁড়ে এক বাণের তীর
এখনো খুঁজে ফিরিস এক শান্তির নীড়
বুকের ক্ষতে এখনো বুনিস নি প্রেমের মুকুল
এখানে জেগে ওঠে রোজ নতুন বেলাভূমি
ভাব হয় ,চাষ হয়,
ক্ষেত ভরে বৃষ্টির কাঠি কাঠি দাগ
এখানেবাজে সূর,নতুন অনুরাগ
নোটন নোটন পায়রা ছড়ায় প্রবল পরাগ
এক পাথরে ঘষে ঘষে ডাকে অনুভূতির ধ্বনি
তোকে বলছি বালখিল্যতা তোর কানে কানে
ভবিষ্যৎ প্রজন্ম স্থির এক লগ্নীতে
তাবৎ পৃষ্ঠা কব্জা এক মুষ্টিতে
লেনাদেনার ধোলাই মগজে
ঘনিষ্ঠ হতে ভুল চাল না দিস যেন দাবার এক দানে -----


২।

দিন দিন প্রতিদিন আমাদের ঘরে
বেড়ে উঠছে অনিময়ের সরাইখানা
মেধা মগজ বিপুল স্বরে
আলোর গতির সাথে তিব্র পাল্লা
কতো সুখ দেহাতিত ,কতো আল্পনা
নিজস্ব গণ্ডি একটাই
থোড় বড়ি খাড়া খাড়া বড়ি থোড়
বিপুল বিভোর
এখুনি মরচে পড়া বেহিসাবি জীবন
তাও রোজ ঢেউ তুলে রাতের সিম্ফম্নি প্রমাণ শমন
বুক থেকে ছিঁড়ে নেয় শব্দের ফুল পাতা গুলো
পথচারীর বেশে হাঁটে, নেই যে নিজ এককণা বিশুদ্ধ ধুলো
গত রাত্রে বেশ কিছুটা আয়ত্ত করেছে মধ্য বাসের যশ খ্যাতি
যক্ষুনি দেবো অঞ্জলি শুষে নিবে দিনভর
তুলে নিবে নখরে সুচালো চঞ্চূতে আমার সমগ্র অস্তিত্ব যা আছে প্রাপ্তি






Previous Post Next Post