সুমিত নাগ



বৃষ্টিভেজা দিনে

বৃষ্টিভেজা দিনে, তুমি, সেদিন এসেছিলে
হাওয়ায় ছিল গন্ধ তেমন, ছড়িয়ে যেমন দিলে
বৃষ্টিভেজা দিনে তুমি, সেদিন এসেছিলে।

মেঘের ভিতর বৃষ্টি আর আলোর ভিতর মেঘ,
বিদ্যুচ্চমকে ছিল কি জানি কি উদ্বেগ
সোঁদা মাটির গন্ধ উঠে সারা আকাশ ভরে,
এমন দিনে, হঠাৎ তুমি এলে আমার ঘরে।

প্রস্তুতি নেই, কি এসে যায়, এই তো শুধু চাওয়া
জন্ম-জন্ম ধরে শুধু তোমায় কাছে পাওয়া;
জলের ভিতর আগুন জ্বলে, মৃত্যু পলে পলে
এসেছ তুমি, এসেছ তুমি, এসেছ তুমি বলে।

আজকে আবার, এসেছে আরেক, বৃষ্টি ভেজা দিন
একলা ঘরে একলা আমি রয়েছি অন্তরীণ,
এঘর ছোট, বদ্ধ আগুন পুড়িয়ে মারে শরীর
সবুজ জলে সিক্ত শরীর দেখেছি জল পরীর
এখন নেই, তখন ছিলে, এঘর শূন্য লাগে
সারা আকাশ মাতাল হয়ে, মাতাল হয়ে জাগে।

বৃষ্টিভেজা দিনে এমন, সেদিন এসেছিলে
হাওয়ায় ছিল গন্ধ তেমন, ছড়িয়ে যেমন দিলে
বৃষ্টিভেজা দিনে, তুমি, সেদিন এসেছিলে।


                             

Previous Post Next Post