সুমনা পাল ভট্টাচার্য্য

sumana


ভিজিয়ে যেও

আমার সবথেকে পছন্দের ঋতু বর্ষা
তুমি তো জানো....
ছাতা নিয়ে চলা আমায় মোটেই মানায় না -
তুমি বলতে, আমি নাকি পালকের মত ভিজি

সত্যিই ভিজেছিলাম...
তোমার ঠোঁট থেকে চুঁইয়ে পড়া মদে-
তোমার চোখের টুপটাপ মরশুমি শ্রাবণে-

আমার নূপুর যখন পাড়ার গলির কালো জলে খেলা করত-
তুমি বলতে, জলে আগুন উঠবে এবার!
আমি গালে টোল ফেলে হাসতাম,
আর, তুমি মাতাল হতে....

আজ সকাল থেকে কি বৃষ্টি! কি বৃষ্টি!
আমার মনের ঘর জুড়ে শুধু তুমি-

বৃষ্টির জল পড়তেই....
 পিঠের কালশিটে টা দাউদাউ করে জ্বলে উঠলো-
শিরশির করে উঠলো শরীরের ছাদ-
কি মনে হল জানো!
তোমার ঠোঁট বুঝি নকশা বুনছে...
এ- ফোঁড় - ও - ফোঁড়

একটু পরে দুপুরের আলসে ঘুমে সবাই যখন চুপ
তখন আমি যাবো অভিসারে-
চিলেকোঠার ঘরে-

তুমি এসো কিন্তু
আকাশ সাজিয়ে
তোমার সবটুকু প্রেম মুঠোয় ভরে

আজ, ভিজবো চুপচুপে এক্কেবারে-
আগামী বর্ষায় যদি ওই কালশিটে টুকু পড়ে থাকে শুধু
তাই.....

এবারটা 'ভিজিয়ে যেও' কেমন!


         
Previous Post Next Post