শিপ্রা পাল



বিন্দু

আমি আল বেয়ে চলেছি যুগান্তরের পথে
শীর্ষ বিন্দুতে দাঁড়ি-কমার নেই অবকাশ,
হেটে হেটে বন্ধুর পথে একাকী চালকে
ক্লান্তিহীন রক্তাভ রাঙান অনিমেষ।
সব ধুয়ে মুছে নীলবেদনার সংগোপনে
বহন করি ভাষাহীন পাথর মূর্তি,
পরিসীমানার মাপকাঠিতে সময় চলে
ফিরে দেখার ফুরসতে বাস্তবতার আর্তি।
বারেবারে দাঁড় করায় কঠিন আঘাতে
কঠোর হতে কঠোরতর দুঃস্বপনে,
ফাঁক-ফোঁকরে সবুজের হাতছানিতে
ঝিলিক দোলায় হৃৎপিণ্ডের স্পন্দনে।
তবু আমি হাঁটছি অক্লান্ত দিগন্তে
আশা-নিরাশার সূচনা হতে উপসংহারে,
একটি আলোক বিন্দুর সুদূরে
দুর্বোধ্যের পথে যুগ যুগ ধরে।



Previous Post Next Post