এক জীবনে
তুমি চেয়েছিলে একটা ভালবাসার চিহ্ন
বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে
সারা জীবনে একবার ।
আমার কাছে লুকানো সব চিহ্নেরা
হঠাত একদিন আবেগ হয়ে
সহস্র আলোক বিন্দুরূপে ফুটে উঠল
সৃষ্টি হল ঈশ্বর
তোমার স্বপ্ন পরিধির মধ্যে বিরাজমান তোমার ঈশ্বর
তুমি বেঁচে আছো সেই ঈশ্বর নিয়ে
আমি ঈশ্বরবিহীন ।