শিলা বিশ্বাস

sila biswas


এক জীবনে

তুমি চেয়েছিলে একটা ভালবাসার চিহ্ন
বিশ্বাস আর শ্রদ্ধার সঙ্গে
সারা জীবনে একবার ।

আমার কাছে লুকানো সব চিহ্নেরা
হঠাত একদিন আবেগ হয়ে
সহস্র আলোক বিন্দুরূপে ফুটে উঠল
সৃষ্টি হল ঈশ্বর

তোমার স্বপ্ন পরিধির মধ্যে বিরাজমান তোমার ঈশ্বর
তুমি বেঁচে আছো সেই ঈশ্বর  নিয়ে
আমি ঈশ্বরবিহীন ।






Previous Post Next Post