শর্মিষ্ঠা ঘোষ

sharmistha

মহিলাদের বলছি 
ইউনিস ডি সুজা 

বেড়াল পুষুন
আপনি যদি মানিয়ে গুছিয়ে চলতে চান
প্রেমিকদের অন্যদিকের সাথে ।
অন্যরকম মানেই অবহেলা নয়
বেড়ালের স্বভাবই তাদের ময়লা ট্রের কাছে ফেরা
যখন যখন দরকার পড়ে ।
জানালা দিয়ে গালিগালাজ করে না
তাদের শত্রুদের ।
তাদের দৃষ্টির অনন্ত বিস্ময়
সেই ঘন গভীর সবুজ চোখে
আপনাকে শেখাবে
একলা একলা মরে যাওয়া ।


( ইউনিস ডি সুজার জন্ম পুনেতে , ১৯৪০ এ । এটি তাঁর ইংরেজীতে লেখা মূল কবিতা ‘Advice to Women’ এর অনুবাদ ) 




Previous Post Next Post