শবরী শর্মা রায়

sabari

ডাকছে আকাশ

শুকনো জামাকাপড় দেখে শ্রাবণ হাসল। বলল,তবে তুমি মাঠ কি ভাবে হবে! কোলে পিঠে ঘাস শিশু বড় করবে কি ভাবে...
পৃথিবীর বাইরে আছ, আর ঘর বানিয়ে ডাকছ,বসতে দেবে কোথায়...
প্রাণ পুষবে তুমি ! বারান্দায় বেঁধে রাখবে চেন পরিয়ে গলায়... প্রাণ বেজবান !
সে তো কথার মত ফুটবে
শব্দের মত খেলবে
বলের মত দৌড়বে
ওকে আকাশ দাও। সারা আকাশ জুড়ে জন্ম দাও ওকে।
স্নেহ দাও, তারপর কান পেতে শোনো, বুকের ভেতর মা ডাক,
ডাকছে আকাশ... তোমার শিশু।




Previous Post Next Post