পিয়ালী বসু

piyali

কালবেলা : আ  ফেডেড সম্পর্ক

কালবেলা
এ সম্পর্ক  ছেড়ে যাচ্ছে অনন্ত বিশ্বাস
শূন্যপ্রান্তে  এখন অনিন্দ্যশোক

কালবেলা
আলো এখন ঘূর্ণায়মান বিলীয়মান ধারণা
ভাঙা জ্যোৎস্নায় মৃত অঙ্গীকার

কালবেলা
বন্ধ্যা কোলন জুড়ে বেমানান প্রণয় সাজ
রাতের গভীরে পুঞ্জীভূত অকস্মাৎ

কালবেলা
কোকের মহিমা জুড়ে ধ্রুপদ অন্ধকার
পুরনো স্বরাভাসে তীব্র অস্থিরতা

কালবেলা
কিংবদন্তী  অপ্রেমের অস্ফুট অক্ষর
বোধশব্দ ভুলে সীমাহীন একাকীত্বে অপেক্ষারত

কালবেলা
লিবিডোর চেনা বারান্দায় অলিভ রিডল
অচেনা শহরের স্মৃতিবিদুর কোটর থেকে
নারীত্বের শরীরী প্রোফাইলে 'জাস্ট পিপ ইন'
প্রতিমুহূর্তেই নির্দ্ধারিত হয় উড়ানের  অসার্থকতা
বন্দীত্বের ভিতর আর এক বন্দীত্বের সুপ্ত বাস - বারো মাস

কালবেলা
অভ্যস্ত সম্পর্কে 'মৃত ' বাস্তুহারা নারী
জীবনকে বিশ্বাসযোগ্য করার কৃৎকৌশল জানতে চেয়েও
প্রবল অভিলাষে  ব্যর্থ হয়
গড়িমসি জীবনে বক্ষ-বদ্বীপ ছুঁয়ে  'নির্বাসন' আসে প্রতি রাতে

কালবেলা
মুহূর্ত ঘনিয়ে আসে ইথারে ইথারে
দুরূহ সংকেতে স্বগত-কথন

কালবেলা
নিষিদ্ধ মুহূর্তে  'ব্রা'র হুক খসে পড়ে
জলমগ্ন পাথরে তখন রাশিকৃত বন্ধ্যা মেঘ

কালবেলা
কৃকলাসের মতো মথিত হতে হতে
প্রতি রাতে বেশ্যাও 'সতী' হয়
 সম্পর্কের সমানুপাত মেপে

কালবেলা
লিঙ্গের উত্থানে ঔদাসীন্যের জ্বর
নিঃসঙ্গ ও নির্বাসিত অভিমান
'ঈশ্বর ' থেকে 'শয়তান'এ আরোপিত

কালবেলা
সিঁথিতে অকাল শীত
বসন্ত' ভেবে প্রেতগর্ভে বৃথা রক্তপাত

কালবেলা
বৈপরীত্য এখন পরিকল্পনামাফিক ও নিরাপদ
ছায়ারা  জানে -- তাদের আর পুনর্জন্ম নেই




Previous Post Next Post