পারমিতা চক্রবর্ত্তী

paramita

আষাঢ়ে প্রেম

বোশেখের ঘুমোট ক্যানভাসে
আষাঢ়ে তুলির টানে লাস্যময়ী বর্ষা
হৃদয়ের গোপন ভাঁজে
পুঞ্জীভূত মেঘের কাজল সরিয়ে
সম্পর্কের মাঠে প্রেমের
তৃণ বপণ করে

শ্রাবণের আলতো রিনিঝিনি কেশে
চুঁইয়ে পড়া বকুলভেজা বৃষ্টি
দুঃস্বপ্নের খেলাঘরে আনে
শরৎ প্রদীপ

গ্রীষ্মের হলুদ স্মৃতির কবর খুঁড়ে
আষাঢ় আনে অমরত্বের বটবৃষ্টি
স্মৃতির মরসুমে প্রেমের বন্যায়
দুকূল উন্মুক্ত শরীরে
জাগে নব শিহরণ

শিউলি ভেজা কক্ষপথে
প্রেমের আলেকবর্ষে শ্রাবণের
রিনিঝিনি প্রেম বর্ষণ আনে
নব কমলাজ্যোতি
ঋতুচক্রের অন্তহীন পথে
প্রেমময়ী বর্ষা আনে
নতুন গ্রহের উৎপত্তি

ঋতুরঙ্গে আষাঢ় শ্রাবণে প্রেম আবির রাঙায় ঘন বর্ষার
মেঘ পুঞ্জে ভালোবাসার
নীলিমায় নীল আকাশে




Previous Post Next Post