পলাশ কুমার পাল

palash

বিবর্ণ মনে

বিবর্ণ এই মনেতে
মেঘই কেবল ভাসে,
ময়ূর যত তার নীচে
রঙ-পেখমে নাচে।
পাখনাগুলি ছুঁতে চাওয়া
আঁখির বৃষ্টিধারায়-
শ্রাবণ হই তোর উঠানে
স্মৃতির তরী ভাসাই।
নিরুদ্দেশে দিই যে পাড়ি
ব্যথার পাল তুলে,
মাঝিহীনা কোন ইশারায়
গতির সুরে সুরে...
স্বরলিপি নেই যে তার
কথাই কেবল লেখা,
বাদ্যতে যায় না গাওয়া
গভীর হৃদয়কথা।
ভোরবেলার রেওয়াজ যেন
একলা জাগা বুক,
ঝরা ফুলের কান্নাতে সে
মরমেরও অসুখ।
ঝরছে কেবল বৃন্তহারা
অলীক মালার তরে...
পদে পদে পৃষ্ঠ হয়ে
দুঃখে শ্রাবণ গড়ে।
নিরুদ্দেশে কূল হারানো
সাগরের গর্জনে,
সৈকতে বালি তোলে
বুদবুদেতে হারিয়ে।




Previous Post Next Post