পলাশ কুমার পাল

palash









বাদলেরই সুর

আকাশ ভেঙে পরে শুধুই
খুশির শত ঘুঙুর,
সিক্ত পরাণ মাটিও স্নাত
বাদলেরই সুর।

ভিজছে কবি পদ্যভাবে
ছন্দে ঝিরঝির,
শহর ভাসছে নোংরা জলে
গতি সেথা স্থির।

রাস্তামাঝে ব্যাঙের নাচন
রাস্তা যেন পুকুর,
কারোর মাটির দেয়াল ভাঙে
কারোর হৃদয়পুর।

নদী ছুটছে খুশির নেশায়
মনেতে সমুদ্রুর,
ধানের চারায় খুশি বুনে

চাষি হাসে মধুর।


টাকা চাই টাকা চাই

টাকা চাই টাকা চাই
টাকা ছাড়া কিছু নাই।
ভালোবাসা, নাকছাবি
টাকা ছাড়া সব চাবি।

খুলবে না তালা তার।
মেটেনা তার আহার।
ফিরে আসা তাই তো
মানির গান গাই গো,

যদি মানি হানি হয়ে
পকেটেতে আসে ধেয়ে!
বেকার ঘোমটা খুলে
রবে টাকায় মশগুলে,

'টাকা চাই' যাবে ভুলে
সকারের বেঁধা হুলে।
বেকার সে জ্বালা সহে,
'টাকা চাই' যাব গেয়ে।






Previous Post Next Post