রূপকথা
হাঁটতে গিয়ে গত রাতের স্বপ্নগুলোকে
মনে করার চেষ্টা করতাম ! এদের নাকি ,
ধরতে পারা দায় ! কিন্তু , আমার অবচেতনের
সন্তানগুলো নখহীন ; একটু একটু করে ,
চোখের পাতায় চুমু খেত আর শোনাতো গল্প !
ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে জাহাজের অস্তিত্ব -
বন্দর থেকে বন্দরে ছুঁয়ে চলে !এদের টুকরো
টুকরো পরিচয় অপরিচয়ের সাথে ! নানা -
কথার সাক্ষী জলযান , নোনা জলের বুকে ,
স্মৃতির জলছবি ক্রমে এঁকে চলে .....!
আকাশে , দুরন্ত বাজের পাশ কাটিয়ে -
মেঘের সাম্রাজ্যে ঘনিষ্ঠ হয়ে কথা সারে ,
সভ্যতার যন্ত্র পাখী ! ককপিটে আবদ্ধ
চোখ ,ক্রমশ চলে আরেকটি রাজ্যে ......!
আমার গতি ক্ষণিক রুদ্ধ হয় পুনরায় ;
শাল ফুলের পাশে , কারা যেন শৈশবকে
ছিনিয়ে নিয়েছে কাল ! নরম মাটির বুকে -
সদম্ভে গভীর দাগ কেটে রেখেছে ছাপ ,
উঠেই চলেছে দেশলাই বাক্স আপাত সভ্য বসতি !!
Tags:
অন লাইন