পবিত্র চক্রবর্তী

pabitra

কথা

আমার-তোমার কথাগুলো প্রতি রাতে
ইতি টানে! তারপরের জাগতিক পরিভাষায় ফুটে ওঠে আবেগ থেকে ক্রমশ যান্ত্রিক আবেগ!
পারস্পরিক যুক্তির পরাকাষ্ঠায় আপাত নিরীহ সম্পর্কের
ভারসাম্য দুলতে দুলতে সৃষ্টি হয় শূন্যতা ;
শেষে অপঘাতে এক এক করে মৃত্যু !

খবরের কাগজের প্রতি পৃষ্ঠা পরে মোহিনী
নরখাদকের কাজল , স্তিমিত কলম হাঁকে!
কত যে মনের মৃত্যু ব্ল্যাকহোলের কবরে
ঘুমায়,কেই-বা জানে!
জানতে জানতে জানার স্বাদ বাড়ায় -
হৃদয়ের জঠর! তাই যে পরে থাকে -
হৃদয়ের প্রান্তে লোনা অশ্রু নয় ,শুধুই  বাষ্পীভূত টানাপোড়েনের নিঃশ্বাস !!



পরিমাপ 

উপস্থিতি স্বীকার নাই করতে পারো -
কিন্তু পরাজয়ের গ্লানি ধীরে ধীরে
যখন একটা একটা মুখোশ উন্মোচন
করছে - ঠিক তখন প্রশ্ন করো !

দৈর্ঘ্য - ইচ্ছা - অপেক্ষা - সময় -
কে কাকে দেয়? আপেক্ষিকতা দাম্ভিক ছাপ রাখতে আজও ভোলে নি! তবুও ,
তোমার কথা পুনরায় রাখলাম !

একটু আগে নরম শরীর নিয়ে জন্ম নিল
অনাবৃত ঘুঘু পাখী! ঠোঁটের ডগায়
মা পরম মমতায় খাদ্য নিয়ে অস্থির ;
অবাক করা আত্মবিশ্বাসে সঞ্চার
করলো সঞ্চিত খাদ্যকণা আগামীর
নরম গলায় ; হয়তো সময়টা সকলের
জন্য পোশাকের পরিমাপের মতো !

শ্রেণী সংগ্রামে ভিন্ন শ্রেণীর উন্মেষ !
সময়ের কাঁটাও আমার-তোমার
অপেক্ষার মানদণ্ড নানা হিসাবে লিপ্ত !
পারলে দিও পরিচয় ; আমার কুয়াশা-
পথরেখা উদাসী হাওয়ার দাপটে ছিন্ন !!




অসম্পূর্ণ নব্বই

কে বলেছে তোর কথা ভেবে
কলম আমার রাতের ঘুম ছেড়ে
বাঙময় হয় ? কে বলেছে ফালি
জমিতে বেলফুল শুধু তোর
অপেক্ষায় হাওয়ায কাব্য লেখে ?

কলমের তিলতিল করে মৃত্যু -
কত শব্দের সৃষ্টি ! নিষ্ঠুর হাতে
ছিন্ন ফুল , মন্দিরে পুষ্পবৃষ্টি ;
কোনটাই কারোরই নয় ,শুধু -
কিছুকাল খেলা,আর একপেশে
আঘাতের ভিন্ন ভিন্ন সমনাম !

অভিনয় ছাড়া জীবনের পথ রুদ্ধ ;
সাদা ট্যাবলেট ভাঙা ঘুম কেনে
কতবার , লুকিয়ে প্রতিনিয়ত !
পৃষ্ঠার বুক বার বার হয় ছিন্নভিন্ন ;
নরম আঘাতে দেখতে দেখতে
জন্ম নেয় কোণ এক নব্বই অসম্পূর্ণ !!





Previous Post Next Post