জানালায়
জানালায় ঝুলতে থাকা
এক টুকরো আকাশ তুমি
আমার ছিলে বলে,
কত রাত্রি দুপুর কাটিয়েছি হেলায়
তবু সময় করে রাখিনি
দু'চোখ কপাট খুলে।
বেলা শেষে ফিরে এসে দেখি
তুমি নেই আর আমার,
কোথাও নেই আর অন্যের আকাশ হয়ে গেলে।
সেই পৃথিবী
আমার ক্যানভাসে আকাশ আঁকি না
তোমাকে আঁকি
আমি আকাশের চাঁদকে দেখি না
তোমাকে দেখি।
তুমি থাকেলে গোলাপের ঘ্রাণ খুজি না
তোমার পাশে গোলাপ মানায় না
সেই পৃথিবী আমার জন্য না
যেখানে আমি তোমায় পাব না।
বিশেষ অবশেষ
কিছু পাওয়ার আগেই হারানো
এ আমার পুরনো অভ্যেস
ঘুম ভাঙা স্বপ্নের কিছু
থাকে বিশেষ অবশেষ,
পেয়েও হারানো প্রেমের
এখনো আছে কিছু রেশ।
চাওয়াগুলোয় আর
নেই কোন বিশেষ
তোমার ভাঁজ খুলে দেখেছি
কষ্ট জমেছে বেশ,
আমিও মানতে পারিনি
কেন তৃষ্ণার্ত রবে সন্দেশ।
অনুগতের মত কপাট খুলে
পালন করেছি নির্দেশ
তুমিও তোমার মত করে
খুঁজে নিলে স্বদেশ,
আমিও চোখের মাঝে লুকিয়ে
রেখেছি স্বপ্ন নিরুদ্দেশ।
মাঝে মাঝে দূর থেকে
দিচ্ছ সান্ত্বনা আর উপদেশ
আমার শুধু ঘুম পায়
তবু স্বপ্ন হয় না শেষ,
তোমাকে শুরু করার আগেই
হয়ে গেছ নি:শেষ।
Tags:
একক কবিতা