নিবেদিতা মজুমদার



আমার শহর ভিজছে

হঠাৎ মনে হল আমার শহর ভিজছে
একান্ত গোপোনে অনেকটা সময় ধরে,
মাটির উপরে, পাতাল পুরিতে কাঁদছে।
কিছুদিন আগে তুমি দিয়েছিলে তাকে
বসন্তের অভিশাপ,
টিকাহীন অসুখে বা কোকিলের গানে
অসহ্য ব্যাথায় সে ভুগেছে।
ভাসানো কথায় বিষের ছোঁওয়াতে,
জলের ধারার মতো অবিরাম বেগে
অনিয়মিত ঋতুস্রাবে সে নাইছে....।
অর্থহীন সাজের  বর্ষা ভেজা পথে
পথিকের একা প্রেমের সে খোঁজে,
মেঘের আড়ালে তোমার আমার
মন নিয়ে সে ভাবছে।
সবুজ ঘাসেতে শালিকের রঙে
নীল সাদা সব রেলিঙের ধারে,
হেঁটে যাওয়া কোনো উদাসি দুপুরে
আমার শহর ভিজছে।



Previous Post Next Post