যাত্রাশেষে
তাড়িত ঘুমের দেশে সন্ধ্যাগামী চাঁদ
স্মৃতির মোহরগুলো স্পর্ধিত রৌদ্রের উত্তাপে
বাবুই দড়ির মতন দিনগুলো কাটে ।
ফোয়ারা শোভিত বাতাস ওড়ে উড়ন্ত দোতারা
ধরে রাত্রির আলো -অন্ধকারে
রোদ মাখা বিকেলের নৈঃশব্দের নৌকো মিছিল
দিক ছেঁড়া ঝড় হয়ে বহে নিয়তি প্রতিম পথে ।
পথশ্রান্ত ক্ষুধিত জীবন স্বর বিবৃত্ত
ঝড়ো পাখিদের চৈত্রদিন শেষ
উষ্ণতা ক্রমশঃ বিষিত হয়ে যায় ,
যাত্রাশেষে নিশ্চিহ্ন ডানায় বসে
নতুন যাত্রীদের কাছে নৌকো ভিড়ায় ।
যে যায় সে চলেই যায়
যে যায় সে কি আর ফিরে আসে?
সময়কে টুকরো টুকরো করে ভাঙো
সময়ের দর্পনে দেখতে পাবে সৌর মুখচ্ছবি--
যারা হাসায় তারা কাঁদে না কি কখনো ?
যে বলতে চাইছে সে বোবা হয় না
সময়ই তাকে দিক্ দর্শন যন্ত্র দিয়ে হাঁটায় ।
সময়ের অনুভূতি মেশানো স্মৃতির ব্যবচ্ছেদ
মা আর জন্মভূমির বরাক বুকে ফেনা জন্মায় ।
Tags:
কবিতা