পিছুটান
এক অদ্ভুত টান আজও হৃদয় আর মনে
যতই এগিয়ে চলেছি সামনের দিকে
টান যেন তত বেড়েই চলেছে ৷
আর কটা পা'ই বা চলব
সীমান্তরেখা কাঁটাতার বিছিয়ে অপেক্ষায়
ডিঙোতে যে একদিন হবেই ভাই ৷
ঠোঁটে এসে যে কথারা চুপকথা হয়েছিল
লজ্জা, ভয় পায়ে পায়ে জড়িয়ে ধরেছিল
সব আজ ইতিহাস ৷
জানে শুধু ফেলে আসা সময়,
ডাকনাম ধরে ডাকা ফেলে আসা পথ,
আর শহুরে ঢেউখেলানো রুক্ষভূমি ৷
কদিনের বাঁচা জানি না,
যত বেশি বাঁচা, তত বেশি এগোনো
তত বেশি টান পিছনে —
তবু মনে হয় কি যেন আজও বলা হল না ৷
একটা বাঁকে বিরতির ফাঁকে দাঁড়িয়ে
শুধু একটু পিছন ফিরে চাই ৷
এই যে শুনছ, তোমাকেই বলছি
যে বারবার টেনে ধরেছ, থমকে দিয়েছ
নজরবন্দী করেছ আমায় ৷
আমার প্রথম পিছুটান,
কালের চক্রে ভাসিয়ে দিয়েছ প্রেম
যতদূরে ঠেলেছ আমায় টেনেছ ততকাছে ৷৷
Tags:
কবিতা