মধুছন্দা মিত্র ঘোষ

madhuchanda

মেঘলা 

মেঘলা বিকেল এসে অকাতরে
বিলিয়ে দিল মনখারাপ

খসে পড়ছে সাবলীল বৃষ্টিসম্ভার
জলের খোলস ভাঙতে ভাঙতে
ডুব আমেজ
মাঠঘাট মাতিয়ে আনন্দ সাম্পান

পদ্ম পাতায় আগলে রাখি
এক ফোঁটা কাঙ্খিত জলবিন্দু








Previous Post Next Post