মেঘ -বৃষ্টি
সময় বড় বেইমান
সাপলুডো খেলে মেঘ -বৃষ্টির সাথে।
মরচে ধরা দুঃখগুলো চৈত্রের মাঠে
অভিমানী ভিখারির মতো ,বাউল সুরে
মাথানত করে পথে পথে ভবঘুরে।
এ মোড় সে মোড় থেকে সে শুকনো পাতা
ঝড়ের ঝোলায় ভরতে ভরতে সুরকির পথ বেয়ে
পৌঁছে যায় মেঠো রাস্তার ধারে এক ভোরে ।
যেখানে তখনও জেগে থাকে রাতের নিঃশেষ
পোয়াতি ধানের শিষে,মোরগের ঠোঁটে।
সময় বড় বেইমান -
সাপলুডো খেলে মেঘ -বৃষ্টির সাথে।
Tags:
কবিতা