নারী ও পুরুষ
অন্দর থেকে বাইরে এসেছ
বাইরে থেকে অন্দরে ,
দেবী থেকে তুমি মানবী হয়েছ
রমনী হয়েছ অন্তরে ।
উর্বশী হয়ে জাগালে শরীর
মাধুর্য ঝরে স্বরূপে ,
পূর্ণতা পেলে তুমি যে রমনী
পুরুষ পার্শ্বে অরুপে ।
নারীবাদী তুমি কখনও হয়েছ
হয়েও বক্ষলগ্না ,
বোধে বুদ্ধিতে স্বাধীন আলোকে
অপরুপা অনন্যা ।
আধেক আকাশে তুমি আছ জেগে
বাকী অর্ধেক পুরুষে ,
মিশে গেলে দেখো অঝোর ধারায়
বৃষ্টি নামে কি হরষে !
Tags:
কবিতা