কোয়েলী ঘোষ

koyeli

রাজকাহিনী 

ধু ধু প্রান্তরে দাঁড়িয়ে আছে কোঠি বাড়ি--
একদিকে ভারত ---অন্যদিকে পাকিস্তান ।
বাড়ির উঠোনের মধ্যে ভাগাভাগি -----
ভেঙে ফেলতে হবে দুর্গের মত প্রাচীন ইমারত ।

ফতেমাকে দাঙ্গার সময় অত্যাচার করে ফেলে গেছে ।
স্থির দৃষ্টি ,ঠোটের কোন বেয়ে গড়িয়ে আসছে রক্ত ।
স্থান হয়েছে কোঠিবাড়িতে ।মালকিন বেগমজান
সশব্দে চড় মারছে গালে ---সম্বিত ফিরেছে মেয়েটির !
সে কি কান্না না আর্তনাদ ?

কোঠিবাড়ির মেয়েদের জাত নেই ধর্ম নেই ।
সুরেলা কণ্ঠে পদাবলী কীর্তন গায় কেউ --
কেউ খিস্তি দেয় । নির্যাতিতা ওরা !
শুধু কি শরীর ? না মন ও আছে ।
সুজনকে মেয়েটি বলেছে --
এই মাংসপিণ্ড সন্তানকে দুধ খাওয়ানোর জন্য ।
যোনী মেয়েদের এক স্বাভাবিক অঙ্গ ।
প্রতিরাতে বদলে যায় শরীর ---বদলায় না চোখের জল !

দুই দেশের প্রতিনিধি এসেছে সীমানার ভাগের দায়িত্বে।
বাল্যবন্ধুদের কথায় এসেছে দাঙ্গার কথা --হিন্দু মুসলমানের ।
সীমান্তে বাজছে ---বাবুল মেরা নৈহার ছুটহী যায়.........
সিদ্ধান্ত নিয়েছে কোঠিবাড়ির মেয়েদের গুলি করা হবে !
ভাড়া করা হয়েছে গুণ্ডার দল ।

ওরা লড়বে --মরবে ---তবু দখল ছাড়বে না ।
শিখেছে গুলিচালনা ---শুরু হয়েছে লড়াই ।
বন্দুক গুলি বেয়নেট ধোঁয়া --শেষে আগুন ।
মেয়েরা শেষবারের মত লড়াই করেছে ।
হায়নার দল তাদের ছিঁড়ে খাবে বলে জিভ চাটছে ।

দাউ দাউ করে জ্বলছে আগুন!
উচ্চারিত হচ্ছে অগ্নিমন্ত্র ।
দাদীমা পড়ছেন রানী পদ্মিনীর কাহিনী ।
বারো হাজার বীরাঙ্গনা ঝাঁপ দিয়েছে অগ্নিকুণ্ডে --
বারাঙ্গনাও মরছে বীরাঙ্গনার মত ।
জয় সতীর জয় ---
হে অগ্নিদেব --শুদ্ধ কর দেহ --মন ।

চোখে জল --হাতজোড় করে গাইছি ---
জনগণমন অধিনায়ক জয় হে
ভারত ঐক্য বিধাতা ........
আমার ভারত তোমার ভারত --
সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত ।
হৃদয়ে কোন কাঁটাতারের বেড়া দিও না --
ইটের ওপর ইট তুলে প্রাচীর গড় না ।
এক জাতি এক প্রাণ হিন্দু মুসলমান ।
যুদ্ধ নয় --দাঙ্গা নয় --শান্তি চাই ।



Previous Post Next Post