মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

kabir



ভালোবাসার বাজারমূল্য 

টাকার কোন জাত নাই, কালোটাকা কালো হতে দেখিনি কখনো
বাজার চিনে না উৎসমুখ, মুদ্রামানই সারকথা।

মনে পড়ছে হাইডপার্কে সুন্দরী যৌনকর্মীর ছবক -
'দেহের বাজার মূল্য আছে, আদিতেও ছিল, থাকবে শেষটায়ও
থাকে ততদিন যতদিন সৌষ্ঠব থাকে ... শুধু নারীর নয়, পুরুষেরও।'
দীর্ঘশ্বাস ফেলে আরো বলেছিল, ' তবে ভালোবাসার কোন বাজারমূল্য নেই ...
কষ্মিনকালে ছিল না, কখনো হবে না ... তাই তো সবাই আয়নায় চোখ মেলে দেখে।'



অসময়ের সময় 

উসখু-খুসখু অবয়বে সময়ের ঘোড়দৌড়
প্রশ্নবোধক হয়ে আগলাই তাকে -
সম্বিতে বলে উঠে, 'বাস্তুভিটায় ঘুঘু চরেছে, ছিন্নমূল আমি, সূর্যও ভুলে গেছে হিসেবনিকেশ...
অসময়েরই সময় এখন।'

আমাকে পাশে রেখেই স্মার্টফোনে মৌটুসি নেচে ওঠে।




Previous Post Next Post