হাবিব মন্ডল

habib

শুন্যতা 

বাদল ঝরা সন্ধায়,
মাটির ভিজে বুক থেকে-
তোমার চিরায়িত গন্ধ
তিলে তিলে অনুভব করছি।
নিরন্তর সমীরনের সনসন রোলে
তোমার নাম ধবনিত হচ্ছে,
আর; এঁধো নিসর্গ
ক্ষনে ক্ষনে আমায় মত্ত করছে।
তোমার রিক্ততা
শাসে প্রশাসে অনুমানবোধ্য।
ফেলে আসা স্মৃতির তোড়া
ক্ষত বিক্ষত করছে অনিবার।
নয়নে অশ্রুবর্ষন !
হৃদয় ক্যানভাসের সমস্ত রঙ;
ফ্যাকাসে হচ্ছে বিজলি বেগে।

নসিবের কি ক্রূর প্রহসন !
সম্প্রতি সমুদায় অতীত।

Previous Post Next Post