পরপুরুষের ধ্রুবতারার প্রতি
মেলে ধরেছো সুতীব্র ল্যান্ডস্কেপ
সাড়া শরীর জুড়ে নীল আকাশ
আমি বিশ্বাস করি
আমার জীবনে যত টুকরো পক্ষপাত
সেসব শুধু পুবদিক বরাবর নয়
তাই এযাবত্ নিজ দোষে
চেয়ে থেকেছি প্রতি কোণেই
আর হন্য হয়ে খুঁজে ফিরেছি শুধু
এক আঁজলা বিশুদ্ধ জল বারংবার
আমি দেখেছি কয়েক ছটা রামধনু
অবিরাম মেখেছি দু-চোখে কাকস্নান
রোদের পাতায় গাছ সেজে দাঁড়িয়েছি
বিদ্যুত্ ফাটলে বুকের ভাঙন হয়েছে অম্লান
সূর্যালোক আমায় কাঁদিয়েছে প্রায়শই
তাই নিজের সাথেই যুদ্বে নেমেছি প্রাণপণ
তবু আজও আমি আকাশ দেখি যখনই
টের পাই, কিছু কাঁধে হাত কেন এত প্রয়োজন
Tags:
কবিতা