কৌণিক প্রেম
নীরবতার সরলকোণ বরাবর হৃদয় রেখেছি...
তুমি গিটারে তুলে যাচ্ছ সপ্তসুর।
অনুরণন নিয়ে কিছু কথা আজও বাকি থেকে গেছে...
গত জন্মের শেষ অধ্যায়ের কথা কিছুই মনে নেই,
তবুও তো একটা সুক্ষ্ম টানাপোড়েন অনুভূত হয়...
এখন আমি নাবালিকা মেঘের ডাক শুনছি...
ইছামতীর তীরে ওপারের উন্মাদনার প্রত্যাশায় বসে আছি...
দুর্বল দখিনা বাতাসে একান্তরকোণ দেখে
তোমার পুষ্ট বক্ষের স্মৃতিচারণ করছি...
Tags:
কবিতা