বাসব মন্ডল




কল্লোলিনী

রাত্রি

ত্রিফলায় মাথা দিয়ে
ঘুমুচ্ছে শহর
মোরে মোরে ঘুমুচ্ছে
হাজারো কুকুর
দারিদ্র ঘুমুচ্ছে ফুটপাথে
আর জানলায় জানলায়
রাতবাতিতে জেগে আছে
শরীর গুলো


দুপুর

ডালহাউসির সিগন্যালে
রবীন্দ্র সঙ্গীত
হাত পেতেছে
বৃহণ্নলার দল
হাই কোর্টের গেটে
ধর্ষিতাকে বয়ান শেখাচ্ছেন
ভাড়াটে উকিল
আর গঙ্গার পার জুড়ে
শেষকৃত্যের প্রস্তুতি


সকাল

ইলিয়ট পার্কে
দামী জুতোর আনাগোনা
ঘাসে ঘাসে শিশিরের সাজ
ফুলের বাজারে পাইকারী বিকি-কিনী
চায়ের দোকানের বাসি উনুনে
নতুন উত্তাপ
বন্ধ্যা শহর জুড়ে
সুখের অটোপ্সি আবার শুরু...






Previous Post Next Post