অরুণিমা মন্ডল দাস

arunimamandal

চুম্বন-২

বাড়ির উঠোনের বেঞ্চিটা ভেঙে পড়ার আগেই পায়ের তলা মাটিতে আটকাল!
থুথু গিলে ক্লান্ত জিভ দীঘার খোলা হাওয়া!
বুকের এক অংশে জামা ছেঁড়া !
হাফ প্যান্টের দড়ি ছিঁড়ে দশহাত দূরে!

অমিতাভ স্টাইলে চুম্মা খেতে  গিয়ে ঠোঁট ছিঁড়ে পুকুরের কাঁকড়া!
দূর্বা ঘাসের আদরে শরীর ঠান্ডা জল!
প্রতিবাদী আবদারে চুম্বন ভাঙা ট্যাক্সির হেডলাইট!
কমদামী সাইকেলের বারবার ঝুলে পড়া চেন!

গোঁফে ,তিলে হাত বুলিয়ে চোখ বন্ধ করা কিস!
শাক দিয়ে ঢাকা চাপা পুরুষাঙ্গ মাছ!
একবার আলতো ঠোঁটের বিছুটি ছোঁয়া !
ছটফট করা ষোল মাছের শীৎকারে পূর্ণ সঙ্গম



Previous Post Next Post