অরুণিমা চৌধুরী

arunima

তারপর

তুমি চলে যাবার পরে শব্দের অসুখ।
সামুদ্রিক শঙখের বুকে
এই লালচে ক্ষতেরা শুয়ে থাকে,
যেন একতাল নিরেট অন্ধকার।

শব্দের ঘুমোতে ভয় করে।
বিচ্ছিরি স্বপ্নের সেই লুকোনো
কাঁকড়াগুলো টুঁটি টিপে ধরে।

ছন্দের চারপাশে ছড়ানো
কবিতার লাশ।

এখন আমার মন ভালো নেই।





Previous Post Next Post