বৃষ্টি
আশায় থাকি দিন জুড়ে
আসবে তুমি বৃষ্টি সুরে
মেঘ নামে আর থাকবেনা
কেনো বৃষ্টি নামে জাগবেনা!
এসো মাটির পৃথিবীতে এসো
শীতল করে দিতে ভালোবেসো
বৃষ্টি তোমার লাগী
রাত্রী-দিনে জাগী
আল্লা মেঘ দে পানি দে
গরম এবার ধরা থেকে উঠিয়ে নে !
আকুতি ভরা মন সকলের
সয়না বলেই অসহ্য ধকলের
চাই আসুক-হাসুক বৃষ্টি
জুড়াক হৃদয় এবং দৃষ্টি
এসো হে এসো এবার শান্তির ধারায় বৃষ্টি
সৃষ্টিতো হোক স্বস্থিতে খুব দারুন কোন হিস্ট্রি
আসুক আসুক,আসুক ধরায় বৃষ্টি …!
তোমাকে পাই যদি…
থৈ থৈ আবেগের জলে নিরুদ্দেশ হারাবার
স্বাচ্ছন্দ দিয়ো;দিয়ো কল্পনার অগাধ জলে
সাতারে সাতারে হতে জলজ
শ্রমিক আমি;অধীকার বঞ্চিত!কি চাইবো আর
তোমাকেই পাওয়া হলোনা আজো;এই তল্লাটে
আর যদি না দাও যন্ত্রনা;তবে হারাবার
ভয় আর ছোঁবেনা তোমায়;আমায়ও
তোমাকে চাই;খুব করে চাই
যদি তুমি আমার হও তবে থাকেনা
আর কোন চাওয়া-পাওয়া,কারন
তোমাকে পেলেই সব পাওয়া হয় আমার।
প্রেমিক কবি
বলা যায়;বলা যায় তোমার জন্যই
আমি আজ কবি হবার লাগী
তুমুল স্প্রীডে ছুটছি…।
মিথ্যে বলিনি আমি;মোটেই না।
আমি জানি তুমি এখানেও ফন্দি
আঁটার গন্ধ পাচ্ছো!ক্যানো বেলোতে
বিশ্বাস করো-উপলব্ধির উল্লাস জুড়ে
তোমার সুড়সুড়ি;অর্থহীন ভাবনায়
হয়তো আমার সময় যাচ্ছে তাই যাচ্ছে
অথচ দ্যাখো কতোটা বোকা আমি
আর বোকারাই প্রেমিক কিংবা প্রেমিক
মানেই বোকা!অথবা কবি মাত্রই
সাদাসিদে-হাবাগোবা ?চুরান্ত অবজ্ঞায়
সে অবিচল;অসাঢ় ভাবনাকে সচল
করতে নিজের ইচ্ছেকেই কালিতে
করে রুপান্তর!প্রেমিক না হলে কি কবি
হওয়া যায়না ?যায় কি ?কবি হলেই কি
প্রেমিক ? যেভাবেই হোক
আমি কবি হতে চাই;তোমার লাগী
প্রেমিক কবি…।
এক পশলা আবেগ
কি নাম দেবো;তোমার আমি?
ঘুরপাক খায় মাথার ভেতর
কতোযে নাম।সুমিতা বলেই
ডাক দিয়ে যাই;চুপটি করে
আর থেকো না।
এক পশলা আবেগ জলে ভিজিয়ে
আমায় হঠাৎ কেনো;কেনো বলোতো
নিরবতায় লুকাও নিজে?
প্রেমিক আমি;দমবোনা আর
বাধা কিংবা অজুহাতে !
তোমায় পেতে যা করতে হয়
বাদ যাবেনা তার কিছু আর!
Tags:
একক কবিতা