এ বি এম সোহেল রশিদ

abm

বাঁধ ভাঙ্গা আগুনের স্রোতে

বৃষ্টির অপেক্ষায় উন্মুখ
তবুও উত্তাল সমুদ্রে দেই ঝাঁপ
উত্তাপ সুনামির শীৎকারে
আকণ্ঠপান। মেটাই খরতাপ!

উষ্ণ স্রোতে ডুব-সাঁতার
আগুন নিঃশ্বাসে ঘূর্ণিঝড়
তাই সমুদ্র আজ মথিত!
যৌবনের প্রথম ঝড়ে
খুলে দাও সদর দুয়ার
এখানেই শিকড় প্রথিত!

উষ্ণ বৃষ্টির লুকোচুরিতে আর
মৃদু ঢেউয়ে যা পেতে চাও
তার সবটুকু নির্যাশ নাও!

চোখে লুটানো তৃষ্ণায়
পুড়ে খাক রাত শয্যা
মিলনোম্মুখ দুই অধর
মহুয়া রসে পেলো লজ্জা ।

বাঁধভাঙ্গা আগুনে মাতাল
কামনার নীল কাজল
দেহভূমিতে নিজেকে সঁপে
মেতেছে জোছনার ঢল।

ঢেউয়ের পর ঢেউ শুনল না কেউ
একান্ত সংলাপ
বাড়ন্ত রাতে বিনিময়ের উষ্ণ স্রোতে
ফোটাল গোলাপ।

অবশেষে থামে ঝড়; এখানেই
চোখাচোখির নতুন উপাখ্যান
সান্নিধ্যের ছাতায় হাঁটি দু’জন
ওষ্ঠে আঁকি আমার বিদায়ী চুম্বন
মেনে নেই নিয়তির সমাধান।


Previous Post Next Post