অমরত্বের সাধ
মরণ ভোলায় না মোরে ছেড়ে যেতে এই সুন্দর ভুবনে মানবের আত্মা-মন-মননে নিজেরে জীবিত যে চাই,
এক আকাশ ভরা বৃষ্টি আর রোদ্দুর ছাওয়া কাননে মন আমার যায় হেসে খেলে, বাঁচবার সুখ পাই
মরণ ভোলায় না মোরে ছেড়ে যেতে এই সুন্দর ভুবনে মানবের আত্মা-মন-মননে নিজেরে জীবিত যে চাই,
এক আকাশ ভরা বৃষ্টি আর রোদ্দুর ছাওয়া কাননে মন আমার যায় হেসে খেলে, বাঁচবার সুখ পাই
এথায় সবাই মিলে বাঁধে বাসা ভালোবাসার রঙ্গে সংসারের সব দুঃখ–ক্লেশ বহু দূরের গীতময়,
সুখ পাখি রূপ সুখের ছোঁয়া বুলিয়ে যায় অঙ্গে রচে যাই মোর হৃদয় কথা অমর রচনায়।
জানি না কতটা থাকবো বেঁচে তোমাদের হৃদয়ে ভালোবাসা বিলাবো অম্লান অকাতরে তব,
তোমরা দিয়ো যতটা পারো রেখো বা মননে বাঁচি বা না বাঁচি সকলের সুখে দুখে রব
আত্মার বন্ধনে বেঁধে রেখো যতনে ওগো মোর সই কোন একদিন আমিও যদি বা ঐ দূর দেশে হারাই ...
সুখ পাখি রূপ সুখের ছোঁয়া বুলিয়ে যায় অঙ্গে রচে যাই মোর হৃদয় কথা অমর রচনায়।
জানি না কতটা থাকবো বেঁচে তোমাদের হৃদয়ে ভালোবাসা বিলাবো অম্লান অকাতরে তব,
তোমরা দিয়ো যতটা পারো রেখো বা মননে বাঁচি বা না বাঁচি সকলের সুখে দুখে রব
আত্মার বন্ধনে বেঁধে রেখো যতনে ওগো মোর সই কোন একদিন আমিও যদি বা ঐ দূর দেশে হারাই ...
Tags:
গদ্য কবিতা